মালদা

২ টাকা কেজি দরে আলু বিক্রি করতে হিমসিম চাষিদের

বুধবার ভোর রাত থেকে পুরাতন মালদার আট মাইল এলাকায় সারি সারি লড়ি ও ভুটভুটির ভির। দিনের আলো ছড়িয়ে পরতে হাট যেন লাল হয়ে উঠেছে। যে দিকেই  তাকানো জাক না কেন শুধু লাল বস্তার ভিড়।আর বিষণ্ণ মুখে ঘোরাঘুরি করছে একদল চাষি। আর কপালে দুশ্চিন্তার ভাঁজ। অতিরিক্ত পরিমাণে আলুর উৎপাদন হওয়ায় ও বাজারে আলুর দাম না থাকায় সমস্যায় পড়েছে আলু চাষিরা। সরকারি ভাবে আলু চাষিদের কাছ থেকে আলু কেনা হলেও তা খুব যৎসামান্য। চাষি পিছু ১০ প্যাকেট করে আলু কিনেছে সরকার বলে দাবী করে আলু চাষিরা। এবং পর্যাপ্ত পরিমাণে হিম ঘর না থাকায় ও অস্বাদু ব্যবসায়ীদের ফাঁদে পড়ে হিম ঘরের বন্ড পায় না গরীব চাষিরা। সেই কারনে বুধবার আট মাইল হাটে ২ টাকা কেজি দরে আলু বিক্রি করতে হচ্ছে চাষিদের। এত সস্তায় আলু বিক্রি করেও ক্রেতা পাচ্ছেনা আলু চাষিরা। তাদের দাবী গাড়ি ভারা ও লেবারের খরচ উঠছে না আলু চাষ করে।